ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রিয়াদে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১২০ শিক্ষার্থী

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৩
রিয়াদে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১২০ শিক্ষার্থী

রিয়াদ: ঢাকা বোর্ডের অধীনে বাংলাদেশের বাইরের কেন্দ্রগুলোর মধ্যে সৌদি আরবে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় ও মহাবিদ্যালয় রিয়াদ (বাংলা মাধ্যম) থেকে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে ১২০ শিক্ষার্থী।

পরীক্ষার্থীদের মধ্যে ৫৭ জন ছাত্র এবং ৬৩ জন ছাত্রী।

বাংলাদেশ চলে আসার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি পাঁচ শিক্ষার্থী।

অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে বাংলানিউজকে জানান বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় ও মহাবিদ্যালয় রিয়াদ (বাংলা) শাখার অধ্যক্ষ বদরুল আলম।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
এমএএ/কেএইচকিউ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।