ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিস্তা নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৩
তিস্তা নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা

কলকাতা: তিস্তার পানি বন্টন নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেছেন, পশ্চিমবঙ্গের অসুবিধার কথা চিন্তা না করেই ভারত সরকার তিস্তা ও ফারাক্কা ব্যারেজ থেকে বাংলাদেশকে পানি ছাড়ছে।



তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আমার কোনো বিরূপ মানসিকতা নেই বরং আমার সেই দেশের প্রতি যথেষ্ট ভালোবাসা আছে। আমার কোনো কুসংস্কার বা আপত্তি নেই। কিন্তু ভারত সরকারের উচিত পশ্চিমবঙ্গের স্বার্থ বিবেচনা করা।

তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের এই বিষয়ে সঠিক কোনো চুক্তি না থাকা নিয়েও ভারত সরকারের সমালোচনা করেন।

তিনি বলেন, যখন কলকাতা বন্দর এবং চাষের জন্য পশ্চিমবঙ্গের বেশি পানি দরকার তখন ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া হয়।

এই বছরের জুলাই মাসে মমতা জানিয়েছিলেন, তিনি বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে আগ্রহী কিন্তু সেটা অবশ্যই পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করে।

২০১১ সালে ক্ষমতায় আসার পর তৃণমূল-কংগ্রেস সরকার তিস্তার পানি বন্টন বিষয় নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের নেতৃত্বে একটি কমিটি গঠন করে।

২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় মমতা তিস্তা পানি বন্টন ইস্যুতে দ্বিমত পোষণ করেন এবং বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে নেন।

সেই সময় পানি দেওয়া হলে বাংলাদেশে পানির কম গভীরতার জন্য  মাছ চাষের যে  সমস্যা হয়েছে তা থেকে সহজেই মুক্তি পাওয়া যেত।

এছাড়াও পানি বন্টনের ক্ষেত্রে মৌসুম অনুযায়ী চুক্তির কথা উঠে আসছে ওয়াকিবহাল মহলে। এ চুক্তি সঠিকভাবে কার্যকর হলে একদিকে বন্যা ও অন্যদিকে পানির অভাব দুই সমস্যারই সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়:  ১৬৩৫  ঘণ্টয়, ০৭ নভেম্বর , ২০১৩  
ভিএস/কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।