ঢাকা: ইরাকজুড়ে সিরিজ বোমা হামলায় ২২ সেনা সদস্যসহ ৩০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অর্ধশতাধিক ব্যক্তি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সেনাঘাঁটি লক্ষ্য করে চালানো দু’টি আত্মঘাতী গাড়ি বোমা হামলাসহ বেশ কয়েকটি হামলায় এসব হতাহতের খবর জানা গেছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে দু’জন আত্মঘাতী তারমিয়াহ শহরের সেনাঘাঁটিতে হামলা চালালে ১৯ সেনা নিহত ও ৪১ জন আহত হয়।
পুলিশ জানায়, প্রথম হামলাকারীকে লক্ষ্য করে সেনাসদস্যরা গুলি চালালেও ওই হামলকারী সেনা ছাউনির একটি ফটকের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর সেনাসদ্যরা সেখানে জড়ো হলে অপর হামলাকারী বিস্ফোরকবোঝাই দ্বিতীয় গাড়িটি নিয়ে সেনা সদস্যদের জটলাতেই বিস্ফোরণ ঘটায়।
এর আগে, কারবালা অভিমুখী তীর্থযাত্রীদের খাদ্য প্রদানকারী একটি মুসাফিরখানায় বোমা হামলায় চার জন নিহত ও ছয় জন আহত হয় বলে জানায় পুলিশ।
একই দিন রাজধানী বাগদাদের ৩৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আনা শহরের সেনা ছাউনিতে গাড়িবোমা হামলায় তিন সেনা নিহত ও ছয়জন আহত হয়।
এছাড়া, বাগদাদের দক্ষিণের এক শহরে অপর এক হামলায় দুই জন নিহত হয়।
দেশটির উত্তরাঞ্চলীয় মসুল শহরের স্থানীয় বাজারে অপর এক হামলায় দুই জন নিহত ও আটজন আহত হয় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করে।
উল্লেখ্য, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদাসংশ্লিষ্ট ইরাকের জঙ্গিরা আত্মঘাতী হামলাকেই সরকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান পদ্ধতি মনে করে। তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠীই বৃহস্পতিবারের এসব সিরিজ হামলার দায় স্বীকার করেনি।
বাংলাদেশ সময় : ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
জেডকে/এইচএ/জিসিপি