ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মঙ্গলে নতুন খেয়াযান পাঠালো নাসা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
মঙ্গলে নতুন খেয়াযান পাঠালো নাসা

ঢাকা: এটা জানা কথা যে, কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবীর মতোই মেঘ, সাগর আর বেশি পুরুত্বের বায়ুমন্ডল ছিল মঙ্গলের। এমনকি এটাও শোনা যায়, মঙ্গলে কিছু কীটাণু বা জীবাণুর অস্তিত্ব রয়েছে।



কিন্তু মঙ্গল এখন জমাটবন্ধ মরূভূমি, অনূর্বর তার মাটি। কোথায় গেল মাটি, পানি আর বায়ু? এর সন্ধান চালাতেই সোমবার মঙ্গলে নতুন খেয়াযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নতুন এ খেয়াযানটির নাম মারস অ্যাটমোসফেয়ার অ্যান্ড ভোলাটাইল ইভালুশন, সংক্ষেপে মাভেন (MAVEN)। এটি সৌরজগতের লাল গ্রহটির উপরের বায়ুমণ্ডল পরীক্ষা-নিরীক্ষার জন্য নাসার প্রেরিত প্রথম খেয়াযান ।

নাসার বিজ্ঞানী জেমস গারভিন বলেন, আমরা আজকের মঙ্গলের অবস্থা নিয়ে বিস্তারিতভাবে জানতে চাই। তার জলবায়ু পরিস্থিতি দেখতে চাই, কিভাবে মহাকাশে তার বায়ুমণ্ডল হারিয়ে গেলো, কিভাবে চৌমকীয় ভূমি হারালো। এসব তথ্য পাওয়ার পর পেছনের সময়ের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

এ গবেষণার প্রধান ও কলোরাডো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্রুস জাকোস্কি নাসার ওয়েবপেজে জানিয়েছেন, মঙ্গলের উপরের বায়ুমণ্ডল ও পরিবেশের ওপর তার প্রভাবে উদঘাটন করে গ্রহটি সম্পর্কে আমাদের জ্ঞানের ফারাককে দূরীভূত করবে মাভেন।

তিনি উৎসাহের সঙ্গে বলেন, মঙ্গলে আদৌ জীবের অস্তিত্বের সম্ভাবনা আছে কিনা সে প্রশ্নের উত্তর দিতেও আমরা একধাপ এগিয়ে যাচ্ছি।

সোমববার গ্রিনিচমান সময় ৬টা ৩০ মিনিটে  ফ্লোরিডার কেপ ক্যানভেরাল বিমান বাহিনী স্টেশন থেকে মাভেন উৎক্ষেপণ করা হয়। ১০ মাসের জন্য মঙ্গলের চার দিকে প্রদক্ষিণ করবে মাভেন।

উৎক্ষেপণের সময় সৌরচালিত এ খেয়াযানের দের্ঘ্য সাড়ে ৩৭ ফুট এবং ওজন প্রায় ৫ হাজার ৪১০ কিলোগ্রাম ছিল।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৩
এসএফআই/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।