ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্রোহীদের হটিয়ে শহর নিয়ন্ত্রণে নিয়েছে বাশারবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৩
বিদ্রোহীদের হটিয়ে শহর নিয়ন্ত্রণে নিয়েছে বাশারবাহিনী

ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের দখলে থাকা একটি শহর এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষের পর শহরটির নিয়ন্ত্রণ প্রেসিডেন্ট বাশার  আল-আসাদবাহিনী নিয়ে নেয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও মানবাধিকারকর্মীরা।



রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, এসবাইন পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এবং ‘সন্ত্রাসীদের’ বিতাড়িত করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্কের নিকটে বিদ্রোহীদের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোর অন্যতম ছিল।

এসবাইন নিয়ন্ত্রণে নেওয়ার খবর রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। সংবাদে বলা হয়, আমাদের সাহসী সেনাবাহিনী সন্ত্রাসীদের গুড়িয়ে দিয়ে এসবাইনের দখল নিয়েছেন। বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে সরকার।

এরইমধ্যে পরিদর্শকরা দুটি রাসায়নিক অস্ত্র উৎপাদন কেন্দ্রের মধ্যে একটির কথা নিশ্চিত করেছেন।

পরিদর্শকরা জানিয়েছেন, সিরিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ২৩টি কেন্দ্রের মধ্যে ২১টি যাচাই-বাছাই করেছেন কিন্তু দুটি কেন্দ্র যাওয়া খুবই বিপজ্জনক।

এ দুটি কেন্দ্রের একটির অবস্থান আলেপ্পোর কাছে। সিলগালা করা ক্যামেরার ফুটেজ দেখে ওই কেন্দ্রটি নিশ্চিত করেছেন পরিদর্শকরা। ফুটেজে দেখা গেছে, এটি জীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।