ঢাকা: প্রজাতন্ত্র কঙ্গোর বিদ্রোহী গোষ্ঠী ‘এম২৩’ এর সামরিক কমান্ডার আত্মসমর্পণ করেছে। বিবিসি জানায়, সুলতানি মেকেনগা নামের ওই কমান্ডার বৃহস্পতিবার কয়েকশ বিদ্রোহী নিয়ে উগান্ডায় সমর্পণ করেন।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে এম২৩ এর পক্ষ থেকে বলা হয়েছিল, তারা তাদের ১৯ মাস ধরে চলা বিদ্রোহের অবসান ঘটাতে যাচ্ছেন। এর কয়েক ঘন্টা আগে কঙ্গোর সরকারি বাহিনী বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে নিজেদের বিজয়ী বলে ঘোষণা করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, মাকেনগা পালিয়ে হয় উগান্ডা বা রুয়ান্ডায় চলে গেছে।
এম২৩ গোষ্ঠীর অধিকাংশ সেনাবাহিনীর সাবেক সদস্য। সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহী থেকে অনেকে মিলিশিয়া বাহিনী যোগ দেয়।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘন্টা, নভেম্বর ০৭, ২০১৩
কেএইচ/আরআইএস