ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতার মেট্রো রেলের ভাড়া বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৩
কলকাতার মেট্রো রেলের ভাড়া বাড়ল

কলকাতা: ভারতের কলকাতার দরিদ্রদের নিকট মেট্রো রেলে চলাচল আর সহজলভ্য থাকছে না। মেট্রো রেলের ভাড়া প্রতি ৫ কিলোমিটার হরে এক টাকা করে বাড়ানো হয়েছে।



আগে শহরের প্রান্তিক স্টেশন দমদম থেকে ৫ কিলোমিটারের পথ শ্যামবাজার যেতে চার টাকা ভাড়া দিতে হতো। তবে বৃহস্পতিবার থেকে ভাড়া লাগছে পাঁচ টাকা করে।

যেখানে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত যেতে আগে ১৪টা খরচ করতে হতো সেখানে এখন ২৫ টাকা লাগছে।

তবে ঈদ, দুর্গা ও কালীপূজার ঠিক আগেই মেট্রোর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল মন্ত্রণালয়।

ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয়তা মেনে নিলেও ভাড়া পুনর্বিন্যাসের জন্য উদ্যোগী হন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। এর পরেই মেট্রো রেলে বর্ধিত ভাড়া পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।


ভাড়া পুনর্বিন্যাসের পর পাঁচ কিলোমিটারের ভাড়া পাঁচ টাকা করা হয়। পাঁচ থেকে ১০ কিলোমিটার যেতে ১০ টাকা গুনতে হবে প্রত্যেক যাত্রীকে। ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ১৫ টাকা।
 
২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত ২০ টাকা।
 ২৫ থেকে ৩০ কিলোমিটার ৩০ টাকা।
স্মার্ট কার্ডের ক্ষেত্রেও বোনাসের পরিমাণ কমছে।

আগে ১০০ টাকার কার্ডে ন্যূনতম ২০ শতাংশ বোনাস পাওয়া যেত। তা কমে ১০ শতাংশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১১  ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৩
এসএস/টিএকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।