ঢাকা: অক্টোবরে চীনে বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে বলে শুক্রবার দেশটির শুল্ক বিভাগ প্রকাশিত এক তথ্যে একথা জানানো হয়।
এর আগে গত সেপ্টেম্বরে এ বাণিজ্য উদ্বৃত্তির পরিমাণ ছিল এক হাজার ৫২০ কোটি ডলার।
সম্প্রতি চীনের রপ্তানি বৃদ্ধির ফলে বাণিজ্য উদ্বৃত্তির এ পরিমাণ পূর্ব ধারণার চেয়েও বেশি হয়েছে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়।
গত বছরের একই সময়ে চীনের বাণিজ্য উদ্বৃত্তির পরিমাণ ধারণার চেয়ে ৩.৩ শতাংশ কম ছিল।
শুক্রবার দেশটির শুল্ক বিভাগ জানায়, অক্টোবরে রপ্তানির পরিমাণ বেড়েছে ৫.৬ শতাংশ। আর্থিক হিসেবে যা আঠারো হাজার ৫৪০ কোটি ডলার। পাশাপাশি আমদানির পরিমাণ বেড়েছে ৭.৬ শতাংশ।
এছাড়া চলতি বছরের প্রথম দশমাসে গত বছরের একই সময়ে তুলনায় চীনের সার্বিক বাণিজ্য ৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪০ কোটি ডলারে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
জেডএস/জিসিপি