ঢাকা: ভারতের ক্ষমতাসীন পার্টি কংগ্রেস নির্বাচনকালীন জনমত জরিপের ওপর নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি উপস্থাপনের পর, এ ধরনের জরিপ নিয়ে টেলিভিশন আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকতে দলের মুখপাত্র ও প্যানেল সদস্যদের নির্দেশ দিয়েছে।
কংগ্রেসের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
কংগ্রেস নির্বাচনকালীন জনমত জরিপকে আবর্জনার স্তুপের সঙ্গে তুলনা করে এর প্রকাশ ও সংরক্ষণ চর্চাকে ‘অবৈজ্ঞানিক’ বলে আক্ষ্যা দেয়।
আমরা জনমত জরিপে বিশ্বাস করি না তাই নিজেদের এ ধরনের নির্বাচনী আলোচনা থেকে দূরে সরিয়ে রেখেছি বলে দাবি দলটির।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন নেতা সংবাদ মাধ্যমকে জানান, আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে একমত হয়েছি।
এছাড়া কংগ্রেস নির্বাচন কমিশনকে নিশ্চিত করেছেন যে, দলটি নির্বাচনকালীন সময়ে মতামত প্রকাশ ও নির্বাচনী প্রচার সীমিত রাখবে।
এদিকে ক্ষমতাসীনদের এ ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক বির্তকের জন্ম দিয়েছে।
বিরোধী দল বিজেপি নির্বাচন পূর্ব মতামত জরিপের ওপর এ ধরনের নিষেধাজ্ঞার বিরোধিতা করে জানায়, এ ধরনের পদক্ষেপ বাক স্বাধীনতার শামিল।
প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে সম্প্রতি পরিচালিত এক জরিপে উঠে এসেছে যে, ক্ষমতাসীনরা তাদের অবস্থান ধরে রাখতে পারছেন না।
আর বিষয়টি নিয়ে বিজেপি তাই মজার সুরে বলছে, এ কারণেই জনমত জরিপের ওপর নিষেধাজ্ঞা।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩
এসএটি/জেডএস/জিসিপি