ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৩
অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

ঢাকা: অগ্নি-১ নামের একটি উন্নত পারমাণবিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৩ মিনিটে বঙ্গোপসাগর তীরের রাজ্য উড়িষ্যার বালেশ্বর জেলার বন্দর নগরী চান্দিপুরের কাছে হুইলার দ্বীপের ক্ষেপণাস্ত্র ও রকেট পরীক্ষা কেন্দ্র ইন্টাগ্রেটেড টেস্ট রেঞ্জের (আইটিআর) ৪ নং প্যাড থেকে একটি মোবাইল লাউঞ্চারের মাধ্যমে এর সফল উৎক্ষেপণ করা হয়।



আইটিআর জানিয়েছে, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কঠিন চালকযন্ত্র চালিত একস্তর বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্র ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম।

সফল পরীক্ষা চালানোর বিষয়ে আইটিআর’র পরিচালক এমভিকেভি প্রসাদ বলেন, স্ট্যাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি) দ্বারা পরিচালিত অগ্নি-১  ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের শতভাগ সফল পরীক্ষা চালানো হয়েছে।

তিনি বলেন, বিশেষ নেভিগেশন সিস্টেম সংযুক্ত এ ক্ষেপণাস্ত্র নির্ভুল ও নিশ্চিতভাবে উচ্চ গতিতে তার লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম।

১২ টন ওজন এবং ১৫ মিটার দীর্ঘের এই ক্ষেপণাস্ত্রটির বহন ক্ষমতা ১০০০ কেজিরও বেশি। এই ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০১২ সালের ১২ ডিসেম্বর একই স্থান থেকে মিসাইলটির সফল পরীক্ষা চালানো হয়েছিল।

বাংলাদশে সময়: ১৫২৯, নভেম্বর ০৮, ২০১৩
এমএসএম/এইচএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।