ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে অগ্নি-১ এর সফল উৎক্ষেপণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৩
ভারতে অগ্নি-১ এর সফল উৎক্ষেপণ

কলকাতা: ভারত ভূমি থেকে ভূমি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্লাস্টিক মিসাইল অগ্নি-১ সফলভাবে শুক্রবার উৎক্ষেপণ করেছে।

উড়িষ্যার উপকূল অঞ্চল থেকে ভারতীয় সেনা বাহিনীর পক্ষে ৭০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে সঠিকভাবে আঘাত করতে সক্ষম এই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।



সরকারিভাবে জানানো হয়েছে, ১২ টন ওজন এবং ১৫ মিটার লম্বা এই মিসাইলের পরীক্ষামূলক প্রয়োগ সম্পূর্ণভাবে সফল হয়েছে।

আরও জানা গেছে, এই মিসাইল লক্ষ্যবস্তুকে সঠিকভাবে আঘাত করতে সক্ষম। ভারতীয় সেনাদের রুটিনমাফিক অভ্যাসের জন্যই এত পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হচ্ছে।

ইতোমধ্যে এই মিসাইলটি ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১২ সালের ১২ ডিসেম্বর প্রথম পরীক্ষামূলক এই মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল।

মিসাইলটি ডিফেন্স রিসার্চ ল্যাবরেটরি, রিসার্চ সেন্টার ইমারত এবং ভারত ডায়নামিক্স লিমিটেড মিলে তৈরি করেছে।

বাংলাদেশ সময়:  ১৫৫৮  ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৩  
ভিএস/এএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।