ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘যুদ্ধাপরাধ’ ইস্যুতে ব্রিটেনকে শ্রীলংকার সতর্কবাণী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
‘যুদ্ধাপরাধ’ ইস্যুতে ব্রিটেনকে শ্রীলংকার সতর্কবাণী

ঢাকা: ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের নির্মূলে শ্রীলংকা সরকার যে অভিযান চালায় তাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে ব্রিটেন। আর এই ইস্যুটি  শ্রীলংকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনে তুলতে চায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

কিন্তু তাতে ঘোর আপত্তি শ্রীলংকার। শ্রীলংকা চায় না এই বিষয়ে ব্রিটেন তাদের কোনরকম জেরা করুক।

শ্রীলংকা বলছে, মানবাধিকারের দোহাই দিয়ে যে ইস্যুটি ব্রিটেন কমনওয়েলথ সম্মেলনে তুলতে চায়, তার কোন অধিকার নেই তাদের। কারণ এই বিষয়টির জন্য ক্যামেরনকে এই সম্মেলনে আমন্ত্রণ করা হয়নি।

স্বাধীনতার দাবিতে তামিল টাইগারদের তিন দশকের গৃহযুদ্ধের অবসান ঘটে চার বছর আগে। অভিযোগ উঠেছে, শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের নির্দেশে তামিল নাগরিকদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করা হয়।

শ্রীলংকার গণমাধ্যম এবং যোগাযোগ মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা জানান, কেউ ইচ্ছা করলেই যা ইচ্ছা তা দাবি করতে পারে না। কারণ আমরা এখন তাদের উপনিবেশ নই। আমরা এখন স্বাধীন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।