ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এ বছর দারফুরে বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৩
এ বছর দারফুরে বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ

ঢাকা: জাতিগত সহিংসতা এবং বিদ্রোহী বাহিনী ও সরকারের বিরোধের কারণে সুদানের দারফুর অঞ্চলে  এ বছর ৪ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

মানবাধিকার সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মানবাধিকার সমন্বয়ক বিষয়ক সংস্থা (ওসিএইচএ) বৃহস্পতিবার জানিয়েছে, আন্তঃজাতিগত সহিংসতা এবং সুদানের সেনাবাহিনী (এসএএফ) ও সশস্ত্র বিদ্রোহী বাহিনীর সংঘর্ষে ২০১৩ সালে দারফুরে কমপক্ষে ৪ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

.

২০১১ ও ২০১২ সালে যত মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এ বছর তার চেয়েও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী আবদেল রাহিম মোহাম্মদ হুসেইন মঙ্গলবার সংসদে জাতিগত সহিংসতাকেই দারফুরের নিরাপত্তার প্রধান হুমকি বলে উল্লেখ করেন।

২০০৩ সাল থেকেই দারফুরে অস্থির অবস্থা বিরাজ করছে। বিদ্রোহী পক্ষ সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসছে তারা ওই অঞ্চলের ব্যাপারে মনোযোগী নয়, তাদেরকে (বিদ্রোহী) প্রান্তিক করে রাখা হয়েছে। এছাড়া দারফুরে সরকার সমর্থিত জঙ্গিগোষ্ঠী জানজায়ীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে।

দারফুরে গণহত্যা ও যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে দেশটির প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে। রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় একমাত্র তার বিরুদ্ধেই আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

জাতিসংঘের একটি হিসেব অনুযায়ী, দারফুরে গণহত্যায় তিন লাখ মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
কেএইচকিউ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।