ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৩
শ্রীলঙ্কায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন শুরু

ঢাকা: তামিলবিরোধী অভিযানের সময় সংঘটিত যুদ্ধাপরাধ এবং এর বিচারে সরকারের অবহেলা বিতর্কের মধ্য দিয়েই শ্রীলঙ্কায় শুরু হয়েছে আন্তঃসরকার সহযোগিতামূলক সংস্থা কমনওয়েলথ শীর্ষ সম্মেলন।

শুক্রবার দেশটির রাজধানী কলম্বোয় শুরু হওয়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষে তার ছেলে যুবরাজ প্রিন্স চার্লস।



সম্মেলনের শুরুতেই স্বাগত ভাষণে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিভিন্ন দেশের পক্ষ থেকে উত্থাপিত যুদ্ধাপরাধের অভিযোগ নাকচ করে দেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।

তিনি বলেন, ২০০৯ সালেই কেবল তামিল টাইগারদের পরাজিত করার সময়ই হত্যাকাণ্ড হয়নি। এর আগে দীর্ঘ ৩০ বছর ধরে এ ধরণের অনেক বেসামরিক লোকের প্রাণহানি হয়েছে। দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং জনগণের জানমালের নিশ্চয়তা রক্ষায়ই শ্রীলঙ্কান সরকার রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এখানে শ্রীলঙ্কার লুকোচুরি করার কিছুই নেই।

এছাড়া, গণহত্যা, ধর্ষণ, নির্যাতনসহ সব ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ নাকচ করে দেন তিনি।

যদিও তামিলবিরোধী অভিযানের সময় গণহত্যা, ধর্ষণ, নির্যাতনসহ বিভিন্ন ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ তুলে এই সম্মেলন বয়কট করেছে প্রতিবেশি ভারত, কানাডা ও মরিশাস।

তবে, সম্মেলন বয়কট করার আহ্বান প্রত্যাখ্যান করে সাবেক ব্রিটিশ ঔপনিবেশিকভুক্ত দেশগুলোর এই সম্মেলনে যোগদানের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সংঘটিত যুদ্ধাপরাধের বিষয়ে শ্রীলঙ্কাকে ‘কঠোর প্রশ্নের জবাব দিতে হবে’।

ভারত, কানাডা, মরিশাসের প্রতিনিধিরা এই সম্মেলন বয়কট করলেও আগামী দু’বছরের জন্য কমনওয়েলথের চেয়ারপারসনের দায়িত্ব পেতে যাচ্ছেন রাজাপাকসে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সম্মেলনে যোগ দিয়েছেন কমনওয়েলথভুক্ত ৪৯টি দেশের প্রতিনিধিরা।

সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও সম্প্রতি ভারত সরকার তামিল টাইগারদের বিরুদ্ধে ‍অভিযানে শ্রীলঙ্কা যুদ্ধাপরাধ করেছিল বলে অভিযোগ তুললে সম্মেলনের আলোচ্য রাজনৈতিক রূপ নেয়।

এছাড়া, রাজনৈতিক সঙ্কট নিরসনের ব্যর্থ হওয়ায় বুধবারই মালদ্বীপকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা।

উল্লেখ্য, শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারতীয় নৌ-সীমা এলাকায় একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে ৩০ বছর ধরে সশস্ত্র লড়াই করে তামিল টাইগাররা। কিন্তু সামরিক শাসক মাহিন্দা রাজাপাকসে তামিলদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে ২০০৯ সালে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটির নেতা ভিল্লুপিল্লাই প্রভাকরণ নিহত হন এবং তামিলদের স্বাধীনতা আন্দোলনের ইতি ঘটে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৩
এইচএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।