আগরতলা (ত্রিপুরা): প্রতিকেজি ১০ টাকার লবণ ১৪০ টাকা দরে বিক্রি হলো আগরতলায়! অবিশ্বাস্য হলেও এমন সত্য ঘটনাটি ঘটেছে শুক্রবার। আর এর পেছনে কলকাঠি নেড়েছে গুজব।
নুন রক্তচাপ বাড়াতে সাহায্য করে। হয়তো লবণ ঘাটতির গুজব সেই রক্তচাপই বাড়িয়ে দিয়েছিল সাধারণ মানুষের। গুজব রটতেই শুক্রবার সকাল থেকে জনসাধারণ দলে দলে ভিড় জমান দোকানে দোকানে। সুযোগ বুঝে দোকানীরাও ১০ টাকা দরে বিক্রি করা প্রতিকেজি লবণের দাম নিয়েছেন ৮০ টাকা থেকে ১৪০ টাকায়!
শুধু আগরতলায় নয়। পুরো ত্রিপুরাজুড়েই এমন অস্বাভাবিক দামে লবণ বিক্রি হয়েছে।
গুজব রটানো হয়, লবণ ঘাটতি দেখা দিয়েছে। শেষ পর্যন্ত প্রশাসন উদ্যোগ নেয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে স্থানীয় প্রশাসনের উদ্যোগে মজুদকৃত লবণ উদ্ধার অভিযান চালানো হয়। এছাড়া, প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
রাজ্যের খাদ্যমন্ত্রী ভানু লাল সাহাও জনগণের প্রতি একই আবেদন জানান।
খাদ্য দপ্তরের কর্মকর্তারা জানান, রাজ্যে আগামী তিন মাসের জন্য পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে। কোথাও কোনো স্বল্পতা নেই। স্বল্পতার গুজব রটিয়ে মানুষকে বোকা বানানো হয়েছে।
কিন্তু সাধারণ মানুষ বলছেন, প্রশাসনের পক্ষ থেকে যতই দুস্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হোক, অসাধু চক্র কিন্তু তার আগেই সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৩
টিসি/এইচএ/এসআরএস