ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিআইএ’র নজরদারিতে বিশ্বব্যাপী অর্থ লেনদেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৩
সিআইএ’র নজরদারিতে বিশ্বব্যাপী অর্থ লেনদেন!

ঢাকা: গোপন নজরদারি কেলেঙ্কারিতে এবার যুক্ত হলো মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র নামও! শুক্রবার নিউইর্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র থেকে বিশ্বব্যাপী অর্থ লেনদেনের সকল তথ্য সংগ্রহ করছে সিআইএ! এমনকি বেসরকারি সংস্থা যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন পরিচালিত অর্থ লেনদেনের তথ্যও সংগ্রহ করছে সংস্থাটি।

নাম প্রকাশে অনিচ্ছুক সিআইএ’র সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থা ‘এনএসএ’ যে আইনের অধীন মার্কিন নাগরিকদের ফোনোকল ও অনলাইন কার্যক্রমের ওপর গোপন নজরদারি চালিয়েছিল, সেই একই আইনেই অর্থ লেনদেনের তথ্য সংগ্রহ করছে সিআইএ।



অবশ্য  সিআইএ’র কিছু কর্মকর্তা দাবি করেছেন, সম্পূর্ণ স্থানীয়ভাবে এবং ব্যাংক থেকে ব্যাংকে লেনদেন হওয়া তথ্য পর্যবেক্ষণ করা হচ্ছে না।

তথ্য সংগ্রহের প্রকল্পের ধরন সম্পর্কে কোনো তথ্য না দিলেও আরেকজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সিআইএ’র উদ্ধার করা আমেরিকানদের তথ্য সংরক্ষিত করার নির্দেশ দিয়েছেন আদালত।

গ্রাহকদের তথ্য গোপনে ওয়েস্টার্ন ইউনিয়ন চাপে পড়ে সীমা লঙ্ঘন করছে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র লুয়েলা চাভেজ ডি’আঙ্গেলো বলেন, আইনি কাগজপত্র নিয়ে কেউ তথ্য চাইলে সে তথ্য দিতে বাধ্য কোম্পানি।

সংবাদ মাধ্যমগুলো বলছে, সিআইএ বা এনএসএ এ ধরনের গোপন নজরদারি চালিয়ে গেলেও আমেরিকানরা এখনও জানে না সরকারি তথ্য সংগ্রহ প্রকল্পের পরিধি কতো বড়।

তবে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সংগ্রহের আরও অন্যান্য প্রকল্পের তথ্য শিগগির প্রকাশ হবে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৩
এইচএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।