কলকাতা: কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে দুই দেশের চিত্র শিল্পীদের নিয়ে তিনদিনব্যাপী অঙ্কন শিবির শনিবার শুরু হয়েছে। আগামী সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১ থেকে সন্ধ্যে ৬টা পর্যন্তি এ শিবির চলবে।
এতে দু’দেশের প্রথিতযশা শিল্পীরা ছবি আঁকবেন।
ভারত-বাংলাদেশ মৈত্রীকে সামনে রেখে এ অঙ্কন শিবির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ উপ-হাইকমিশনার আবিদা ইসলাম।
বাংলাদেশের চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরী বলেন, এটি খুব ভালো উদ্যোগ। সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই বাংলার সম্পর্ক আরো ভালো হবে। দুই বাংলার সাংস্কৃতিক মিল অনেক। মন থেকে মেনে নিতে পারি না যে দুই বাংলা ভাগ হয়ে গেছে।
চিত্রশিল্পী রফিকুন নবী বলেন, এ শিবির আগেও হতো, এখন আবার শুরু হচ্ছে,এটা খুবেই আনন্দের।
বাংলাদেশ উপ-হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, আগামী দুই দিন ধরে দুই দেশের আরো অনেক শিল্পী এ শিবিরে যোগ দেবেন। এছাড়া ২৮ নভেম্বর দিল্লীতে ঠিক এমনই এক শিবিরের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ উপ-হাইকমিশনার জানান, ২৮ নভেম্বর ঢাকাতে ৬০ জন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এতে অংশ নিয়েছেন কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, কালিদাস কর্মকার, ধিরাজ চৌধুরী, ড. ফরিদা জামান, সুমনা ঘোষ, সুখময় মজুমদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৩
ভাস্কর সরদারি/এমবি/জেসিকে