ঢাকা: তামিলবিরোধী অভিযানের সময় সংঘটিত ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ তদন্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জানানো আহ্বান প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কা।
শনিবার শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই ও দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী বাসিল রাজাপাকসে সংবাদ মাধ্যমকে বলেন, যেহেতু আমরা আভ্যন্তরীণভাবে তদন্ত করছি, সেহেতু এটা (আন্তর্জাতিক তদন্ত) কেন দরকার? আমরা এতে আপত্তি জানাবো...অবশ্যই আমরা এমন তদন্তের অনুমোদন দেবো না।
২০০৯ সালে তামিল গেরিলাদের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ের সময় প্রায় ‘৪০ হাজার বেসামরিক নাগরিক নিহত’ হওয়ার বিষয়ে তদন্ত সাপেক্ষে যদি শ্রীলঙ্কান সরকার কোনো পদক্ষেপ না নেয়, তবে আগামী মার্চের মধ্যেই জাতিসংঘ মানবাধিকার কমিশন ইউএনএইচআরসি’র মাধ্যমে আন্তর্জাতিক তদন্তের জন্য একটি প্রস্তাব উত্থাপন করা হবে বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দেওয়া বক্তব্যের জবাবে এই বক্তব্য দিলেন শ্রীলঙ্কান মন্ত্রী।
শ্রীলঙ্কায় শুক্রবার থেকে শুরু হয়েছে আন্তঃসরকার সহযোগিতামূলক সংস্থা কমনওয়েলথ সম্মেলন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে এই সম্মেলন বয়কট করেছে প্রতিবেশি ভারত, কানাডা ও মরিশাস।
তবে, যেকোনো ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।
শুক্রবার কমনওয়েলথ সম্মেলন শুরুর স্বাগত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা, অখণ্ডতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। কিন্তু সেখানে বেসামরিক নাগরিক হত্যা, ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ ভিত্তিহীন।
কমনয়েলথ সম্মেলনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য মাহিন্দা রাজাপাকসে সাবেক ব্রিটিশ ঔপনিবেশিক দেশগুলোর সংস্থা কমনওয়েলথের চেয়ারম্যান হতে যাচ্ছেন।
ভারত, কানাডা বা মরিশাসের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ না করলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯টি দেশের সরকার প্রধানরা এই সম্মেলনে অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
এইচএ/আরআইএস