ঢাকা: কৃত্রিম লবণ সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির অভিযোগে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ১১ জনকে দার্জিলিং শহর ও কালিমপোং থেকে দুজনকে আটক করা হয়।
দার্জিলিংয়ের খাদ্য ও সরবরাহ দপ্তর জানিয়েছে, জেলায় লবণের কোনো স্বল্পতা নেই।
জেলা পুলিশ সুপার কুনাল আগারওয়াল লবণের মজুদ সম্পর্কে জানতে সরবরাহকারী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
লবণের স্বল্পতা দেখা দিচ্ছে, শনিবার এমন গুজব ছড়ানোয় লোকজন লবণ কিনতে বাজারে হুমড়ি খেয়ে পড়ে। এ সুযোগে লবণের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা।
শুধু দার্জিলিংয়ে নয়, ত্রিপুরায়ও লবণ বিক্রি হয়েছে অবিশ্বাস্য দামে। শনিবার ওই রাজ্যের রাজধানী আগরতলায় ৮০ টাকা থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে ১০ টাকা কেজির লবণ।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
এসএফআই/জেসিকে