ঢাকা: বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন বিক্রি হয়ে যাচ্ছে। এর জন্য ক্রেতা খুঁজছে ম্যাগাজিনটির মালিকপক্ষ।
ফোর্বস মিডিয়ার মালিকানাধীন মার্কিন এই ম্যাগাজিনটি ১৯১৭ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। বিশ্বের শীর্ষস্থানীয় এই বিজনেস ম্যাগাজিনটি আমেরিকার সর্বাধিক ( নয় লাখের বেশি) প্রচারিত ম্যাগাজিন। এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যে এবং লাটিন আমেরিকায়ও এর আন্তর্জাতিক সংস্করণ বের হয়ে থাকে।
প্রতিবছর বিশ্বব্যাপী ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরির জন্য বিখ্যাত এই ম্যাগাজিনটি মূলত ব্যাবসা সংক্রান্ত নানা নিবন্ধ প্রকাশ করে থাকে। স্টিভ জবস ম্যাগাজিনটির এডিটর-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমপক্ষে ৪০ কোটি মার্কিন ডলার বিক্রির আশা করছে ম্যাগাজিন কর্তৃপক্ষ। ফোর্বস মিডিয়া প্রধান নির্বাহী মাইকেল পারলিস এক ই-মেইল বার্তায় কর্মচারীদের উদ্দেশ্যে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ইতোমধ্যেই ফোর্বস মিডিয়া কেনার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন বলেও তিনি জানান।
দ্বি-সাপ্তাহিক এই ম্যাগাজিনটির বিক্রির সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ম্যাগাজিনটির সার্কুলেশন ১৯ ভাগ কমে গেছে। এছাড়া বিজ্ঞাপন বাবদ আয়ও উল্লেখযোগ্যহারে কমেছে এই সময়ে।
যদি ম্যাগাজিনটি বিক্রি হয়ে যায় তাহলে এর মাধ্যমে আরেকটি কাগুজে প্রকাশনার মৃত্যু হতে যাচ্ছে। এর আগে আরেকটি ঐতিহ্যবাহী ম্যাগাজিন নিউজউইক ২০১২ সালের ৩১ ডিসেম্বর তাদের শেষ কপিটি প্রকাশ করেছিল।
তাছাড়া নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, বোস্টন গ্লোব এর মতো নামকরা দৈনিক পত্রিকাও ডিজিটাল মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে বিক্রি হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
কেএইচ/এসআরএস