ঢাকা: ভুলক্রমে নিজেদের পক্ষের যোদ্ধার শিরশ্ছেদ করে ফেললো সিরিয়ার আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা।
দেশটিতে নিযুক্ত যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এসওএইচআর’র কর্মকর্তা রামি আবদুর রহমান ও উত্তরাঞ্চলের প্রদেশ আলেপ্পোয় নিযুক্ত আরেকজন মানবাধিকারকর্মী সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বুধবার সরকারি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের পর হাসপাতালে ভর্তি হওয়া আহত এক বিদ্রোহী যোদ্ধার শিরশ্ছেদ করেন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য ল্যভেন্টের (আইএসআইএল) যোদ্ধারা।
তারা জানান, ওই যোদ্ধা হাসপাতালে শিয়া সম্প্রদায়ের লোকদের মতো গোঙাচ্ছিলেন বলে তাকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীর যোদ্ধা ভেবে হত্যা করা হয় এবং তারপর আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় তার খণ্ডিত শির প্রদর্শন করা হয়।
তবে, খণ্ডিত শিরশ্ছেদ প্রদর্শনের সময় নিহত লোকটি আইএসআইএল’র সহযোগী কট্টরপন্থি সংগঠন আহরার আল-শাম’র শীর্ষস্থানীয় একজন নেতার সহযোগী ছিলেন বলে চিহ্নিত করেন স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
এইচএ/জেসিকে