নিউইয়র্ক: চোখের সামনে সমুদ্রে ডুবে যাচ্ছে বাবা। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল।
কোস্টগার্ড বাহিনীর একজন মুখপাত্র বলেন, ৫২ বছর বয়সী এই ব্যক্তি প্রথমে তার দুই কুকুরকে সাহায্য করতে যান। কিন্তু তিনি একসময় পড়ে যান এবং মাথায় আঘাত পান।
তীরে তার মেয়েসহ আরও অনেকে এই দৃশ্য দেখছিল তারা তখন পানিতে নেমে যান। তার মেয়েকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও রেনল্ডস ভেসে যান। এ সময় সমুদ্র পানির তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। পরে তাকে লাইফবোটের মাধ্যমে উদ্ধার করে রয়েল সোয়াক্স হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
কলিন গ্রিফথ নামের কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, ‘ওই পরিবারের জন্য এটি ভীষণ মর্মান্তিক ঘটনা। ’ একটা কুকুর তীরে আসলেও, আরেকটাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘন্টা, ০৯ জানুয়ারি ২০১১