কলম্বো: শ্রীলংকায় ভয়াবহ বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে সাতজন নিহত এবং সাড়ে সাত লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সরকারি কর্মকর্তারা রোববার এ তথ্য জানান।
রোববার বাদুল্লা জেলায় পৃথক ঘটনায় দুটি শিশু মারা গেছে। এছাড়া বন্যায় সপ্তাহ শেষে আরও পাঁচজন মারা যায়।
ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় দ্বীপদেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে সাড়ে সাত লাখের বেশি মানুষকে অস্থায়ী আশ্রয়স্থলে সরিয়ে ফেলা হয়েছে। তাদের সবার ঘরবাড়ি ভেসে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের অপারেশন পরিচালক এনবি ওয়েরাগামা এসব তথ্য জানান।
তিনি জানান, প্রান্তিক গ্রামগুলোয় উদ্ধার কাজে দেড় হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য শ্রীলংকা বর্ষা মৌসুমের ওপর নির্ভরশীল। তবে ভারি বৃষ্টিপাত প্রায়ই মৃত্যু ও সম্পদ হানির কারণ। বছরের মে থেকে সেপ্টেম্বর ও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি জুড়ে দেশটিতে দুটি বর্ষা মৌসুম।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১১