ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জীবননির্বাহ ব্যয় বৃদ্ধির প্রতিবাদ

পুলিশের সঙ্গে সংঘর্ষে তিউনিসিয়ায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, জানুয়ারি ৯, ২০১১
পুলিশের সঙ্গে সংঘর্ষে তিউনিসিয়ায় নিহত ২০

তিউনিস: পুলিশের সঙ্গে সংঘর্ষে তিউনিসিয়ায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। জীবন নির্বাহ ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে দেশটির প্রধান দু’টি শহরে বিক্ষোভকালে পুলিশের গুলিতে শনি ও রোববার হতাহতের এ ঘটনা ঘটে।

বিরোধী দলের এক নেতা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান আহমেদ নেজিব চেবি বলেন, ‘কাসারিনে ও তালা অঞ্চল থেকে ২০ জনের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ’

চেবি তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিনে এল আবিদিনের কাছে জরুরি ভিত্তিতে গুলিবর্ষণ বন্ধের নির্দেশ দেওয়ার এবং বেসামরিক নাগরিকের জীবন বাঁচানোর আবেদন জানান। একইসঙ্গে তাদের প্রতিবাদের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনেরও আহ্বান জানান তিনি।

এর আগে বার্তাসংস্থা এএফপির কাছে কাসারিনে বন্দুকের গুলিতে চারজন নিহত হওয়ার খবর জানান এক প্রত্যক্ষদর্শী। তবে সংঘর্ষে বহু মানুষ আহত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও কিছু প্রত্যক্ষদর্শী আশঙ্কা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।