ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বর্ণবাদবিরোধীর বর্ণময় বিদায় বেলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৩
বর্ণবাদবিরোধীর বর্ণময় বিদায় বেলা

বর্ণবাদবিরোধী বিরোধী আইকন নেলসন ম্যান্ডেলার জীবনাবসানে শোকার্ত মানুষের শত-আয়োজনের শেষকৃত্য এখন এক উদযাপনে পরিণত হয়েছে।

সর্বত্রই যেনো চলছে তার জীবনের উদযাপন।

শ্রদ্ধাঞ্জলিই হয়ে উঠছে অনেক বেশি রঙিন।

বর্ণবাদবিরোধীর বিদায় বেলাটি বর্ণময় করে তুলছে বিশ্ববাসি।

দক্ষিণ আফ্রিকার কালো কালো মানুষের দেশে, সেই কালো মানুষটির দিকেই এখন চোখ সবার। পৃথিবীর সবপথ যেনো মিশেছে জোহানেসবার্গে। সেখান থেকে দূরে কিউনুতে ম্যান্ডেলার জন্মস্থানে চলছে শেষকৃত্যের আয়োজন। সেখানে ১৫ ডিসেম্বর রোববার হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা।

এরই মধ্যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে জোহানেসবার্গের হাউটন নেইবারহুডে নেলসন ম্যান্ডেলার বাড়িতে। সেখানে তারা গাইছে আদি-সনাতনি গান। ঘুরে ঘুরে নাচছে আর গাইছে সেই সব গান যাতে বার বার উচ্চারিত হচ্ছে শ্রদ্ধা ও ভালোবাসা মাখা একটি নাম মাদিবা।

বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়েছে সোয়েটোর ভিলাকাজি স্ট্রিটেও। এখানেও কিছুদিন বাস করতেন নেলসন ম্যান্ডেলা।

সাবেক আর্চবিশপ ডেসমন্ড টুটু গির্জার প্রার্থণায় বলেছেন নেলসন ম্যান্ডেলার ইচ্ছাটিই ছিলো তার মৃত্যুর স্মরণে একতা আর গণতান্ত্রিক মূল্যবোধের জয়গানই যেনো হয়।

এসময় তিনি বলেন, ইশ্বর তোমাকে ধন্যবাদ তুমি মাদিবাকে আমাদের উপহার দিয়েছো।

এর আগেই প্রেসিডেন্ট জ্যাকব জুমা এক ঘোষণায় নেলসন ম্যান্ডেলার মৃত্যুর কথা জানান।

তিনি বলেন, “জাতি আজ তার শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে। এবার তার বিশ্রমের পালা। তিনি এখন শান্তি শয়ানে। ”

বাংলাদেশ সময় ০৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।