নিউইয়র্ক: নিউইয়র্কে সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্টের (সিএইচডি-বিডি) উদ্যোগে আয়োজিত ‘কুইকবুকস অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। কোর্স সম্পন্ন হওয়ার পর শনিবার এল্মহার্স্ট হসপিটালে আনুষ্ঠানিকভাবে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
সিএইচডি-বিডি’র উদ্যোগে প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় ও পরিচালনা করেন সংস্থাটির প্রেসিডেন্ট ও দাতব্য সংস্থা ডমিনিকান প্রভিন্স অব সেন্ট জোসেফ’র কন্ট্রোলার মনজুর চৌধুরী।
বর্তমান চাকরির বাজারের লড়াইকে চ্যালেঞ্জ করতে কুইকবুকস প্রশিক্ষণ গ্রহণে প্রশিক্ষণার্থীদের আগ্রহকে আরও বেশি উৎসাহ দিতে এই সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিল মেম্বার দানিয়েল দ্রোম। সিএইডি-বিডি টিমের পক্ষে অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান টিমের পরিচালক (যোগাযোগ) বাদল হাসিব।
স্বাগত ভাষণে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দক্ষিণ এশিয়ান জনপদের মানুষের জীবনযাত্রার উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য দানিয়েল দ্রোমের প্রতি ধন্যবাদ জানান মনজুর চৌধুরী। একইসঙ্গে এল্মহার্স্ট হসপিটালে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সে সময় দেওয়ায় বিশেষভাবে দ্রোমকে ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির ভাষণে শিক্ষা ও নিজেকে আরও বেশি এগিয়ে নিতে দৃঢ়চেতা মনোভাবের ওপর জোর দেন অনুষ্ঠানের মধ্যমণি দানিয়েল দ্রেম।
নিজের উৎসাহব্যঞ্জক বক্তব্যে দ্রোম জানান, নিউইয়র্কে দক্ষিণ এশিয়ান জনপদের মানুষের জীবনযাত্রার উন্নয়ন ও তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করছেন তিনি।
তিনি আরও জানান, অভিবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিজের দলের সঙ্গে কাজ করছেন তিনি। এই লক্ষ্য অর্জনে তাকে সহযোগিতা করতে এগিয়ে আসতে অনুষ্ঠানে আগত অতিথি ও প্রশিক্ষণার্থীদের প্রতি অনুরোধ জানান দ্রোম।
দ্রোম জানান, তিনি চান নিজের দায়িত্ব পালনের মেয়াদকাল শেষ হওয়ার পর কোনো বংলাদেশি যেন তার আসনে কাউন্সিল মেম্বার পদে আসীন হয়, যে কিনা তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করবে।
নিঃস্বার্থ সহযোগিতা করার জন্য এবং তাকে কাউন্সিল মেম্বার নির্বাচিত করার জন্য বাংলাদেশি নাগরিকদের কৃতজ্ঞতা জানান তিনি। একইসঙ্গে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের নিশ্চয়তাও দেন দ্রোম।
কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা জানান, অনেক বেশি ফলদায়ক এই কোর্স অ্যাকাউন্টিং চাকরির বাজারে ক্যারিয়ার গড়ার জন্য তাদের সুযোগ প্রাপ্তির দরজাকে আরও প্রশস্ত করবে।
প্রশিক্ষণার্থীরা দানিয়েল দ্রোম, মনজুর চৌধুরী ও সিএইচডি-বিডি টিমকে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করার জন্য কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শেষপর্বে কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এ সময় প্রশিক্ষণ কোর্স ও সনদ বিতরণী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য সিএইচডি-বিডির উপদেষ্টা রাসেল কবির (ওয়াইসিবিএ), পরিচালক (যোগাযোগ) বাদল হাসিব, নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস, উপ-পরিচালক গাজী সালাউদ্দিন আহমেদ ও মনিরুজ্জামান মিঠুসহ পুরো টিমকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট মনজুর চৌধুরী।
এছাড়া, প্রশিক্ষণার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাইক্রোসফট এক্সেল বিষয়ে আরও তিনটি বাড়তি ক্লাস নেওয়ার ঘোষণা দেন মনজুর।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৩