ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪ রাজ্যের ভোটের ফলাফল রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৩

কলকাতা: ভারতের চারটি রাজ্যের ভোট ফলাফল প্রকাশ হতে পাচ্ছে । দিল্লি, রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ এই চার রাজ্যের ভোট গণনা রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে।



লোকসভা নির্বাচনের আগে বিধান সভার এই ভোটের ফলাফলকে “সেমিফাইনাল” বলে ধরে নিচ্ছে রাজনৈতিক মহল।

প্রথম দুই ঘণ্টার হিসেবে যে প্রবণতা লক্ষ্য করা গেছে-  তাতে রাজস্থানে সুবিধা জনক অবস্থায় রয়েছে বিজেপি।

দিল্লিতে কিছুটা চাপের মুখে জাতীয় কংগ্রেস তবে মধ্যপ্রদেশে প্রাথমিকভাবে কিছু এগিয়ে কংগ্রেস।

ছত্তিশগড়ে কংগ্রেস বিজেপির মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফলাফলের চিত্র আরও পরিষ্কার হবে। রোববারের মধ্যেই সমস্ত ফলাফল জানা যাবে বলে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে।

বাংলাদেশ সময়:  ১০৫৯  ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৩ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।