মেক্সিকো সিটি: মেক্সিকোয় সপ্তাহব্যপী চলা মাদক সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। দেশটির কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানায়।
শনিবার মেক্সিকোর গেয়েরোর শপিং সেন্টারের বাইরে রাস্তার পাশে ১৫টি মাথাবিচ্ছিন্ন দেহসহ ২৪ জনের লাশ পাওয়া যায়।
গেয়েরোর সরকারি পুলিশ জানায়, আকাপুলকোর কাছেই একটি ট্যাক্সির ভিতর থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী চিহুয়াহুয়াতে ১৭ জন লোক খুন হয়েছে। মেক্সিকো সিটি শহরের জানায়, একটি মুদি দোকানের বাইরে আরও চারজন তরুণকে শনিবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে।
২০০৬ সালে দেশটির রাষ্ট্রপতি ফিলিপ ক্যালদেরন সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে য্দ্ধু ঘোষণা করেন। এরপর থেকেই দেশটিতে চরম মাদক সহিংসতায় ৩০ হাজারেও বেশি লোক নিহত হয়েছে। যার মধ্যে গত বছর (২০১০) নিহত হয়েছে ১২ হাজার।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১