ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে হার কংগ্রেসের, চার রাজ্যেই গেরুয়া ঝড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৩
দিল্লিতে হার কংগ্রেসের, চার রাজ্যেই গেরুয়া ঝড়

নয়াদিল্লি: দিল্লিতে ফুটল পদ্মফুল। গেরুয়া ঝড়ের কাছে পরাজিত ১৫ বছর একটানা শাসন করে আসা কংগ্রেস।



দিল্লিতে হার কংগ্রেসের। রাজস্থান, ছত্তিসগড় আর অন্ধ্রপ্রদেশেও বিজয়ী হল বিজেপি।

দিল্লিতে এখন ত্রিশঙ্কু বিধানসভা গঠনের অবস্থা তৈরি হয়েছে। বেসরকারিভাবে খবর পাওয়া গেছে সেখানে কংগ্রেস পেয়েছে ৮টি আসন, বিজেপি ৩৪টি এবং আম আদমি পার্টি পেয়েছে ২৬টি আসন। বাকি ২টি অন্যান্য।

যদিও আম আদমি পার্টি’র তরফে জানানো হয়েছে তারা কোন দলকেই সমর্থন করবে না।  

এদিকে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ছত্তিশগড়ে।

বেসরকারিভাবে জানা গেছে সেখানে কংগ্রেস পেয়েছে ৪৩টি আসন এবং বিজেপি পেয়েছে ৪৭টি আসন।

রাজস্থানে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। সেখানে বিজেপি পেয়েছে ১৫৪টি আসন, কংগ্রেসের ঝুলিতে গেছে ২৩টি । অন্যান্য দল পেয়েছে ২২টি আসন।

মধ্যপ্রদেশে কংগ্রেস পেয়েছে ৬৪টি আসন, আর বিজেপি পেয়েছে ১৫৫টি আসন। অন্যান্য দল ১১টি আসন পেয়েছে। যদিও সরকারি ঘোষণা এখনও দেয়া হয়নি।

দিল্লিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে আম আদমি পার্টি। নয়াদিল্লি আসনে আম আদমি পার্টি’র জাতীয় আহবায়ক অরবিন্দ কেজরিওয়াল দিল্লীর মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে সরাসরি প্রায় ২২ হাজার ভোটে পরাজিত করেছেন।

দিল্লিতে দলের হারের দায়ভার নিয়ে ইতোমধ্যেই পদত্যাগ করেছেন শিলা দীক্ষিত। সূত্রের খবর দিল্লিতে হাজির হচ্ছেন নরেন্দ্র মোদী।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।