ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ১৪শ’ বছর আগের বৌদ্ধ মন্দির আবিষ্কৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৩
চীনে ১৪শ’ বছর আগের বৌদ্ধ মন্দির আবিষ্কৃত

ঢাকা: চীনে প্রায় এক হাজার ‍চারশ’ বছরের পুরনো একটি বৌদ্ধ মন্দির আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উত্তর শানঝি প্রদেশে খুঁজে পাওয়া বৌদ্ধমন্দিরটি উত্তরাঞ্চলের প্রতাপশালী ‘কি রাজবংশ’র (কি ডায়ন্যাস্টি) শাসনামলে নির্মিত।

প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন, এই মন্দিরটি আবিষ্কারের ফলে চীন বা এতদঞ্চলে বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহাসিক ভাস্কর্য আবিষ্কারের পথ আরও সহজ হবে।

শানঝি’র রাজধানী তাইযুয়ান শহরের কাছে একটি পাহাড়ে টোঙঝি টেম্পল কমপ্লেক্সের সঙ্গে সংশ্লিষ্ট বৌদ্ধ ভাস্কর্যের দেওয়াল ঘেঁষে রয়েছে সাড়ে ৮ ফুটের বেশি উচ্চতার মন্দিরটি।

প্রত্নতত্ত্ব ইনস্টিটিউট ও সামাজিক বিজ্ঞান বিষয়ক গবেষণা এ্যাকাডেমির (আইসিএএসএস) গবেষকরা বলেন, বৌদ্ধ মন্দিরটির নির্মাণ কাঠামো বলছে চীনের উত্তরাঞ্চলের ‘কি’ রাজবংশের শাসনকালে (৫৫০-৫৫৭ খ্রিস্টাব্দ) ৫৫৬ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে এটি।

আইএসিএএসএস’র গবেষক ও মন্দিরটির আবিষ্কারক প্রত্নতত্ত্ব দলের প্রধান লি যুকুন বলেন, চীনে পাওয়া কোনো ঐতিহাসিক আবিষ্কারের মধ্যেই এটাই সম্ভবত সবচেয়ে পুরনো। আমরা আশা করছি এর নির্মাণ সূত্র ধরে আরও পুরনো স্থাপনার সন্ধান পাবো।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।