ঢাকা: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির গ্রেফতার হওয়া ১৫৫ জন সমর্থককে মুক্তি দিয়েছেন দেশটির একটি আদালত। গত অক্টোবরে রাজধানী কায়রোয় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তাদের গ্রেফতার করা হয়।
মিশরের রাষ্ট্রীয় পত্রিকা আল-আহরাম রোববার এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, মুরসিপন্থি আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত।
৬ অক্টোবরের ওই সংঘর্ষে কমপক্ষে ৫০ জন নিহত হয় বলে জানায় আল-আহরাম।
এর আগে আলেক্সজান্দ্রিয়ার ওই আপিল আদালত মুরসিপন্থি ২১ নারীকে খালাস দেন। এদের মধ্যে ১১ বছর দেওয়া কারাদণ্ড পাওয়া ১৪ জন নারী ছিলেন।
মুরসির মুক্তির দাবিতে বিক্ষোভ করার সময় তাদের গ্রেফতার করা হয়েছিল।
জুলাই মাসে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশি অভিযানে এক হাজারের বেশি লোক নিহত ও হাজার হাজার জনকে গ্রেফতার করা হয়।
মুরসিসহ তার দল মুসলিম ব্রাদারহুডের অনেক নেতা এখন বন্দী রয়েছেন। তাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৩