ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যান্ডেলার মুক্তির পেছনে যে গান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৩
ম্যান্ডেলার মুক্তির পেছনে যে গান

ঢাকা: সদ্য প্রয়াত হয়েছেন বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলা। বর্ণবাদের বৈষম্য নিরসনের আন্দোলনে জাগিয়েছিলেন সারা বিশ্ব।

ছোট বয়স থেকেই মুক্তির আন্দোলনে নেমেছিলেন। তিনি পেয়েছেন পরিবার থেকে সাহস আর উৎসাহ।

কালো আর সাদার ভেদাভেদ দূর করে বৈষম্যহীন দেশ গড়ার আন্দোলন করতে গিয়ে তাকে খাটতে হয়েছে ২৭ বছর কারাদণ্ড। এর মধ্যে ১৮ বছরই থাকতে হয়েছে সাউথ আফ্রিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রোবেন দ্বীপে।

তার মুক্তির জন্য দেশেও যেমন আন্দোলন হয়েছে, তেমনি হয়েছি বিদেশেও। সা‌উথ আফ্রিকার রাষ্ট্রনায়কের মুক্তির জন্য গানও রচনা করেছিলেন অনেকে।

তেমনটি একটি গান ‘মুক্তি দাও নেলসন ম্যান্ডেলাকে’ (ফ্রি নেলসন ম্যান্ডেলা)। দ্য স্পেশাল একেএ’র এই গানটি ১৯৮৪ সালে যুক্তরাজ্যে শীর্ষ ১০টি গানের একটি ছিল।

শুধু তাই নয়, বিশ্বব্যাপী বর্ণবাদবিরোধী আন্দোলনের অনানুষ্ঠানিক স্লোগান হয়ে উঠেছিল গানটি।
গানটির লেখক হচ্ছেন জেরি ড্যামেরস। বিভিন্ন বর্ণের গায়ক নিয়ে গড়া ইংলিশ ব্যান্ড দ্য স্পেশালসের প্রতিষ্ঠাতা তিনি। পরে এটির নাম দেওয়া হয় ‘দ্য স্পেশাল একেএ’।

লন্ডনে ১৯৮৩ সালে বর্ণবাদবিরোধী কনসার্টে অংশ নেওয়ার আগে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে খুব কমই জানতেন তিনি। এ কনসার্ট থেকেই তিনি এ গানটি রচনা করার ধারণা পান।

তিনি বলেন, ‘আসল আমি নেলসন ম্যান্ডেলা সম্পর্কে শুনিনি, যদিও বর্ণবাদবিরোধী আন্দোলন সম্পর্কে আমি অনেক জানতাম। আর তিনি (ম্যান্ডেলা) হয়ে উঠছিলেন পুরো আন্দোলনের নেতা হিসেবে। ’

ঐতিহাসিক সেই গানটির কিছু অংশ তুলে ধরা হলো-

নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দাও
২১ বছরের বন্দীত্ব থেকে
জুতোজোড়া ছোটো হয়ে গেছে তার পায়ে
শরীর তার পীড়িত হলেও মন এখনও মুক্ত
তোমরা এতোই হয়েছো অন্ধ কিছুই দেখতে পাচ্ছো না? বলছি আমি...
ম্যান্ডেলাকে মুক্তি দাও , এটাই আমি চাইছি আজ
নেলসন ম্যান্ডেলাকে  মুক্তি দাও

Free Nelson Mandela
21 years in captivity
Shoes too small to fit his feet
His body abused but his mind is still free
Are you so blind that you cannot see? I said...
Free Nelson Mandela, I`m begging you
Free Nelson Mandela

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।