ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের পর আকাশ প্রতিরক্ষা অঞ্চল বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৩

ঢাকা: পূর্ব চীন সাগরের বিরোধ পূর্ণ এলাকায় চীনের আকাশ প্রতিরক্ষা অঞ্চল ঘোষণার পর দক্ষিণ কোরিয়াও একই উদ্যোগ নিতে যাচ্ছে। আর দক্ষিণ কোরিয়া এমন ঘোষণা দিলে তাতে চীনের ঘোষিত অঞ্চলের কিছু অংশও অন্তর্ভুক্ত হবে।



চীন আর দক্ষিণ কোরিয়া উভয়ের ঘোষণায় একটি টিলা পড়বে। টিলাটির মালিকানা উভয় রাষ্ট্র দাবি করলেও বর্তমানে এটি দক্ষিণ কোরিয়ার দখলে রয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘সংশ্লিষ্ট দেশগুলোর’ সঙ্গে সমন্বয় করবেন।

গত মাসে পূর্ব চীন সাগরে আকাশ প্রতিরক্ষা সনাক্তকরণ অঞ্চল (এয়ার ডিফেন্স আইডেনটিফিকেশন জোন) ঘোষণা করে।

ওই টিলাটি দক্ষিণ কোরিয়ার কাছে আইয়োডো ও চীনের কাছে সুয়ান নামে পরিচিত।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, আইয়োডো ছাড়াও সিউলের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণ উপদ্বীপের  মারাদো ও হোংডোর ওপরও নতুন সামরিক আকাশ প্রতিরক্ষা অঞ্চল বিস্তৃত হবে।

পূর্ব চীন সাগরের বিতর্কিত ওই দ্বীপপুঞ্চ নিয়ে চীন, জাপান, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার মালিকানার বিরোধ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।