সিঙ্গাপুর সিটি: সিঙ্গাপুরে অনলাইনে কেনাকাটা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। দেশটির একটি মাস্টারকার্ড জরিপ থেকে জানা যায়, সেখানে ৬৪ শতাংশ বা দুই-তৃতীয়াংশ লোক অনলাইনে কেনাকাটা করে ।
এই জরিপে আরও দেখা গেছে, বিগত তিন মাসে অনলাইন নারী ক্রেতারা মোট পাঁচটি সামগ্রী কিনেছে যা পুরুষ ক্রেতার তুলনায় বেশি।
যদিও অনলাইনে কেনাকাটার ধরন অন্যান্য বছরের মতোই রয়েছে। যেমন বিমানের টিকেট এখনও অনলাইনের জনপ্রিয় সামগ্রী। এছাড়াও হোটেল , সিনেমা বা কনসার্টের টিকেট, নারীদের পোশাক এবং আনুষঙ্গিক জিনিস , বই ও চিত্রকলাও আগের মতো করেই কেনাবেচা হয়।
সিঙ্গপুরের অনলাইন বাজারের অভিজ্ঞতায় দেখা যায়, সেখানে সুবিধাজনক এবং নিরাপদভাবে দাম পরিশোধ ব্যবস্থা, পণ্যের মূল্য ইত্যাদি কারনে অনলাইন কেনাকাটা জনপ্রিয় হয়েছে।
জরিপকারীরা অনলাইন কেনাকাটার অভ্যেস কিভাবে গড়ে উঠল সে বিষয়েও জরিপ করেছে। এই জরিপে দেখা যায় মুঠোফোনের মাধ্যমেই ১২ শতাংশ লোকের প্রথম এই অভ্যেস গড়ে উঠে।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১