ঢাকা: ভারতের মেঘালয় রাজ্য সরকার বাংলাদেশ-ভারত সীমান্তে আরও ২২টি ‘হাট’ (সীমান্ত) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। রোববার রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাঙ্গমার বরাত দিয়ে জি নিউজ এই খবর জানিয়েছে।
খবরে বলা হয়, সীমান্ত সংলগ্ন ওই অঞ্চলের মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্যই রাজ্য সরকার এই আগ্রহ দেখাচ্ছে।
মুকুল সাঙ্গমা বলেন, এই হাটগুলো হলে শুধুমাত্র কর্মক্ষেত্র সৃষ্টি হবে না একইসঙ্গে সীমান্তবর্তী দুই অঞ্চলের মানুষের মধ্যে বন্ধনও দৃঢ় হবে।
উল্লেখ্য, ইতোমধ্যে মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের দু’টি সীমান্ত হাট রয়েছে। মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় ও বাংলাদেশের কুড়িগ্রাম জেলা বালিয়ামারি এলাকা সংলগ্ন একটি হাট এবং ভারতের পূর্ব খাসিয়া পাহাড় ও বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সংলগ্ন আরেকটি হাট রয়েছে।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৩