ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিজোরামে মুখরক্ষা হল কংগ্রেসের

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৩
মিজোরামে মুখরক্ষা হল কংগ্রেসের

কলকাতা: ভারতের চার রাজ্যের নির্বাচনে গোহারা হারলেও মিজোরামে মুখরক্ষা হল শাসকদল কংগ্রেসের।
লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল ম্যাচে অর্থাৎ বিধানসভায় ব্যাপক ভরাডুবির স্বাদ রোববার নিতে হল কংগ্রেসের।



অবশ্য সোমবার কংগ্রেসের সামনে মুখরক্ষা হয়ে দেখা দিল মিজোরাম। পাঁচ রাজ্যের নির্বাচনে ০-৪ পিছিয়ে থেকে অন্তত ১টি রাজ্যে জিতে নিজেদের অস্তিত্ব বজায় থাকল।

এদিন সকাল সাড়ে ১১ টায় মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থানহাওয়ালা সেরচিপ কেন্দ্র থেকে জিতলেন। থানওয়াল জিতলেন ৪৯৮৫ ভোটে। ওই রাজ্যে বড় জয়ের দিকে এগোচ্ছে কংগ্রেস।

সকাল যত দুপুরে পরিণত হচ্ছে পরিষ্কার হচ্ছে মিজোরামে ক্ষমতা ধরে রাখতে চলেছে কংগ্রেস। ৪০টি আসনের মধ্যে ২০টি আসনের ভোট গণনার প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে।

২০টি আসনের মধ্যে ৪টি আসনের ফলাফল ঘোষিত। ৪টিতেই জয়ী, ১২টি আসনে এগিয়ে কংগ্রেস। ৪টি আসনে এগিয়ে মিজোরাম ফ্রন্ট।

এবার রাজ্যের ৪০ আসনেই লড়ছে কংগ্রেস। বিজেপি ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে কংগ্রেস বরাবরই শক্তিশালী। এই রাজ্যে কংগ্রেসের মূল প্রতিপক্ষ মিজো ন্যাশানল ফ্রন্ট। বিজেপি এই রাজ্যে কোনওদিন কোনও বিধানসভা আসনে জিততে পারেনি।

গতবার ৪০ আসনের বিধানসভায় কংগ্রেস পেয়েছিল ৩২ টি আসন। মিজো ন্যাশানাল ফ্রন্ট সেখানে পেয়েছিল মাত্র ৩টি আসন। বুথে ফেরত সমীক্ষা বলছে, এবারও কংগ্রেস এই রাজ্যের শাসনভার ধরে রাখবে, তবে আসন কমবে।

দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে যেভাবে হারতে হয়েছে, তাতে কংগ্রেস নেতা- কর্মীদের মনোবল তলানিতে। একদিন বাদে সোমবার সেই মনোবল বাড়ানোর টনিক দিচ্ছে মিজোরামের ফল। মিজোরামে ভোট হয় গত ২৫ নভেম্বর। সমস্ত রেকর্ড ভেঙ্গে ভোট পড়ে ৮৩ শতাংশ।

এদিন সকাল ৮টা থেকে ভোট গণনা প্রক্রিয়ার কাজ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৫০৪, ডিসেম্বর ০৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।