ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাকার্তায় কমিউটার ট্রেন-ট্রাক সংঘর্ষ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৩
জাকার্তায় কমিউটার ট্রেন-ট্রাক সংঘর্ষ, নিহত ৭

ঢাকা: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জ্বালানী পদার্থবাহী একটি ট্রাকের সঙ্গে দ্রুতগামী কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ২০ জন। সংঘর্ষের পর ঘটনাস্থলে আগুনের বিশালকায় ফুলকি উড়তে দেখা যায় এবং আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।



জাকার্তা পুলিশের মুখপাত্র কর্নেল রিখওয়ান্তো জানিয়েছেন, রাজধানীর দক্ষিণাঞ্চলে সংঘটিত এ দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনিয়ারসহ ৭ জন ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

কর্নেল রিখওয়ান্তো জানিয়েছেন, হতাহতদের মধ্যে অধিকাংশই ইন্দোনেশিয়ান নাগরিক। তবে অন্য কোনো দেশের নাগরিক থাকলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি কর্তৃপক্ষ।

জাকার্তার কমিউটার ট্রেন পরিবহন কোম্পানি পিটি কেএই’র ‍মুখপাত্র ইভা চাইরুনিসা জানিয়েছেন, মধ্য জাকার্তার দিকে যাওয়ার সময় সোমবার স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এছাড়া, দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীরা হুড়োহুড়ি করে বেরিয়ে পড়েন।

ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে বলে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুকর্ন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।