ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে লেনিনের ভাস্কর্য গুঁড়িয়ে দিল বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৩
ইউক্রেনে লেনিনের ভাস্কর্য গুঁড়িয়ে দিল বিক্ষোভকারীরা

ঢাকা: ইউক্রেনের রাজধানী ক্রিয়েভ থেকে সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিনের একটি ভাস্কর্য সরিয়ে ফেলেছে সরকারবিরোধী আন্দোলনকারীরা। ইউক্রেনের প্রেসিডেন্টে ভিক্তর ইয়ানুকোভিচের পদত্যাগ এবং সাবেক সোভিয়েত রাষ্ট্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের প্রতিবাদে প্রায় এক সপ্তাহ ধরে দেশটিতে আন্দোলন চলছে।

 

লেনিনের ভাস্কর্য অপসারণ এক অর্থে দেশটিতে মস্কোর খবরদারির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতোই। রয়টার্স জানায়, রাজধানী কিয়েভে বিক্ষোভারীরা লেনিনের ভাস্কর্য অপসারণের জন্য প্রথমে রশি, ধাতব পদার্থ এবং পরে হাতুড়ি ব্যবহার করে।   রোববার হাজার হাজার বিক্ষোভকারীর মাঝেই ভাস্কর্য মাটিতে ফেলে দেওয়া হয়। এসময় বিক্ষোভকারীদের উল্লাস করতে দেখা যায়।

সম্পতি প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করতে অনীহা প্রকাশ করে। সরকার মস্কোর দ্বারা প্রভাবিত হয়ে এই ঐতিহাসিক চুক্তি বাতিল করেছে এমন অভিযোগ এনে ইইউপন্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।   হাজার হাজার ইইউপন্থী প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসে। তারা কিয়েভের স্বাধীনতাচত্বর দখল করে নেয়। পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

 বলা হচ্ছে, ২০০৪ সালের অরেঞ্জ রেভ্যুলেশনের পর কখনো এত বড় বিক্ষোভের মুখে পড়েনি ইউক্রেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।