ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভায় বামেদের ওয়াকআউট

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৩

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠান শেষে সোমবার ওয়াকআউট করল বাম বিধায়করা। রোববার হুগলির ধনেখালিতে দলীয় কার্যালয়ে বৈঠক করার সময় প্রহৃত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী নরেন দে।



অভিযোগের তির ছিল তৃণমূলের দিকেই। বিশেষ অধিবেশনের জন্য বিধানসভা বন্ধ থাকার পর সোমবার দিনের শুরুতেই এ বিষয়ে একটি মুলতুবি প্রস্তাব আনে বামফ্রন্ট।

পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বত্র গণতান্ত্রিক অধিকারের কণ্ঠরোধ করে আক্রমণ চলছে বিরোধীদের উপর, তারই প্রতিবাদে তাঁরা আলোচনা চেয়েছিলেন বলে বাম বিধায়কদের পক্ষ থেকে জানানো হয়।

কিন্তু বামেদের সেই দাবি মানা হয়নি। এর প্রতিবাদে এ দিন বিধানসভা থেকে ওয়াকআউট করেন বাম বিধায়কেরা।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।