ঢাকা: নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্ত থেকে শীর্ষস্থানীয় রাজনীতিক, খ্যাতনামা ব্যক্তিত্ব ও সেলিব্রেটি যোগ দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, ম্যান্ডেলাকে বিদায় দিতে ইতিহাসের অন্যতম বৃহৎ শেষকৃত্য অনুষ্ঠান আয়োজন হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়।
কিন্তু ভিসা না পাওয়ায় নোবেল বিজয়ী ও বুদ্ধদের ধর্মীয় নেতা দালাই লামা এই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। দুই দুইবার চেষ্টা করেও তিনি ভিসা পেতে ব্যর্থ হন।
তবে দালাই লামার মুখপাত্র তেনজিন তাখলা জোহানেসবার্গে ম্যান্ডেলার স্মরণানুষ্ঠান এবং শেষ কৃত্য যোগদান করতে না পারার কোন কারণ ব্যাখ্যা করেননি। তিনি শুধু ‘এই সময়ে আইনগতভাবে এটি সম্ভব না’ বলে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন।
এর আগে আফ্রিকা সরকার ২০০৯ সালে নোবেল বিজয়ীদের এক শান্তি সম্মেলনে দালাই লামাকে ভিসা প্রদান করেননি।
চীন থেকে তিব্বতকে আলাদা করার আন্দোলন ব্যর্থ হওয়ার পর ১৯৫৯ সালে তিনি পালিয়ে ভারতে চলে আসেন। চীন সরকারের কাছে তিনি একজন বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে পরিচিত।
এমনকি ‘সম্পর্কে অবনতি হবে’ উল্লেখ করে চীন বিদেশি সরকারগুলোকে দালাইলামাকে ভিসা না দেওয়া জন্য হুঁশিয়ার করে দিয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৩