ঢাকা: বিশ্ব শান্তি আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণানুষ্ঠান শুরু হচ্ছে মঙ্গলবার সকালে। স্থানীয় সময় সকাল ১১টা (বাংলাদেশ সময় দুপুর ২টা) থেকে শুরু হচ্ছে এই স্মরণানুষ্ঠান।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানিয়েছেন, মঙ্গলবার সূর্য ওঠার আগ থেকেই ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানস্থল জোহানেসবার্গের সোবেতোর এফএনবি স্টেডিয়ামে (সকার সিটি স্টেডিয়াম) জড়ো হতে শুরু করেছেন হাজারো মানুষ। ৯৫ হাজার উপস্থিতি ধারণে সক্ষম এই স্টেডিয়ামে স্মরণানুষ্ঠানের মাধ্যমে শেষ বিদায় জানাতে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারাও।
সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আরও জানান, ইতোমধ্যে উপস্থিত হওয়া জনতার গায়ে ম্যান্ডেলার ছবি সম্বলিত টি-শার্ট, শার্ট ও চাদর দেখা যাচ্ছে। কারও হাতে ঝুলছে প্রিয় নেতার ছবি সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা। কেউ অশ্রুসিক্ত স্বরে গাইছেন, ‘প্রিয় মাদিবা, তুমি আমাদের হৃদয়ে থাকবে, তুমি বিদায় নিচ্ছো না, তুমি থাকছো আমাদের হৃদয়ে!’
স্মরণানুষ্ঠানে উপস্থিত থাকছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উপস্থিত থাকছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জিমি কার্টার, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান প্রেসিডেন্ট জোচিম গ্যঁক, ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল বারোসো, ডাচ রাজা উইলেম আলেক্সান্ডার, স্পেনের যুবরাজ ক্রাউন প্রিন্স ফিলিপ, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ভারতীয় প্রেসিডেন্ট প্রণব মুখার্জী, পাকিস্তানি প্রেসিডেন্ট মামনুন হুসাইন, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে প্রমুখ।
প্রিয় ম্যান্ডেলার স্মরণানুষ্ঠানে যোগ দিচ্ছেন বর্ণবাদবিরোধী আন্দোলনের কর্মী ও ইংরেজ সঙ্গীতশিল্পী পিটার গাব্রিয়েল, আইরিশ সঙ্গীত শিল্পী পল ডেভিড হিউজন (বোনো) সহ অনেক অভিনেতা অভিনেত্রীও।
স্মরণানুষ্ঠানের পর ১৫ ডিসেম্বর রোববার আনুষ্ঠানিক শেষকৃত্য শেষে শৈশবের স্মৃতিবিজড়িত গ্রাম কুনুতে চির নিদ্রায় শায়িত করা হবে মহাকালের এই মহানায়ককে।
গত ৫ ডিসেম্বর মধ্যরাতে জোহানেসবার্গের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালের এই মহানায়ক।
প্রেসিডেন্ট জ্যাকব জুমার কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবারের স্মরণানুষ্ঠানের পর প্রিটোরিয়ায় প্রেসিডেন্টের বাসভবন ‘ইউনিয়ন বিল্ডিংয়ে’ তিন দিন রাখা হবে ম্যান্ডেলার মরদেহ। তারপর ১৫ ডিসেম্বর রোববার রাষ্ট্রীয় শেষকৃত্য শেষে পূর্বাঞ্চলীয় ক্যাপে প্রদেশের নিজ গ্রাম কুনুতে চিরনিদ্রায় শায়িত করা হবে মানবতার মহানায়ককে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩