নয়াদিল্লি: নেলসন ম্যান্ডেলার স্মরণ সভায় যোগদানের জন্য দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ গেলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মঙ্গলবার নেলসন ম্যান্ডেলার স্মরণ সভায় যোগদান করেন তিনি।
এই স্মরণ সভায় তিনি ভারতের তরফে প্রতিনিধিত্ব করছেন।
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেন, তিনি মনে করেন নেলসন ম্যান্ডেলা ছিলেন একজন মহান গান্ধীবাদী জননেতা।
দেশ ছাড়ার আগে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন নেলসন ম্যান্ডেলার প্রয়াণ ভারতের কাছে গভীর শোক এবং ব্যক্তিগত ক্ষতি।
তিনি বলেন, ভারতের এই গভীর বেদনার কথা তিনি এবং তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেওয়া প্রতিনিধিদল ওই দেশের সরকার এবং জনগণের কাছে ব্যক্ত করবেন।
রাষ্ট্রপতি আরও বলেন নেলসন ম্যান্ডেলার লড়াই এবং সাহস বিশ্ববাসীর কাছে চিরকালীন দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রণব মুখোপাধ্যায় জানান যে, তিনি নেলসন ম্যান্ডেলার মধ্যে মহাত্মা গান্ধীর আদর্শের প্রতিফলন দেখতে পান।
রাষ্ট্রপতির সঙ্গে এই প্রতিনিধি দলে থাকছেন সোনিয়া গান্ধী, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, বিজেপি নেত্রী সুষমা স্বরাজ সহ বেশ আরও কয়েকজন সরকারি পদাধিকারী।
মনে করা যেতে পারে, নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেলে কাটাবার পর মুক্তি পেয়েই প্রথম ভারত সফরে আসেন। তিনি নিজেকে সব সময় গান্ধীর আদর্শের অনুগামী বলে দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩