ঢাকা: অ্যান্টার্কটিকার সর্বনিম্ন তাপমাত্রা অতীত রেকর্ড ভেঙেছে। ২০১০ সালে মহাদেশটির তাপমাত্রা মাইনাস ৯৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল।
উপগ্রহের মাধ্যমে সংগৃহীত ৩২ বছরের বৈশ্বিক ভূ-পৃষ্ঠের তাপমাত্রা বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, ইস্ট অ্যান্টার্কটিকার প্লাতিউয়ে ২০১০ সালের আগস্ট মাসে তাপমাত্রা মাইনাস ৯৩ ডিগ্রি সেলসিয়াসের এর নিচে ছিল ।
সোমবার সান ফ্রান্সিসকোয় আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বার্ষিক বৈঠকে এ তথ্য তুলে ধরেন গবেষকেরা। ১৯৮৩ সালে ইস্ট অ্যান্টার্কটিকার রুশ ভোস্তক গবেষণা কেন্দ্রে তামপাত্রা ছিল ৮৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
যুক্তরাষ্ট্রের কলোরাডোস্থ ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডাটা সেন্টারের বিজ্ঞানী টেড ও বৈশ্বিক তাপমাত্রা পরিমাপ গবেষক দলের সদস্য টেপ স্ক্যামবোস বলেছেন, আমাদের সন্দেহ ছিল ভোস্টকের চেয়ে অ্যান্টার্কটিকের এ শৈলশিরা খুবই ঠাণ্ডা হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩