ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অতীত রেকর্ড ভেঙেছে অ্যান্টার্কটিকার তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩
অতীত রেকর্ড ভেঙেছে অ্যান্টার্কটিকার তাপমাত্রা

ঢাকা: অ্যান্টার্কটিকার সর্বনিম্ন তাপমাত্রা অতীত রেকর্ড ভেঙেছে। ২০১০ সালে মহাদেশটির তাপমাত্রা মাইনাস ৯৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল।

আর এ তাপমাত্রা ১৯৮৩ সালের পর সর্বনিম্ন।

উপগ্রহের মাধ্যমে সংগৃহীত ৩২ বছরের বৈশ্বিক ভূ-পৃষ্ঠের তাপমাত্রা বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, ইস্ট অ্যান্টার্কটিকার প্লাতিউয়ে ২০১০ সালের আগস্ট মাসে তাপমাত্রা মাইনাস ৯৩ ডিগ্রি সেলসিয়াসের এর নিচে ছিল ।

সোমবার সান ফ্রান্সিসকোয় আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বার্ষিক বৈঠকে এ তথ্য তুলে ধরেন গবেষকেরা। ১৯৮৩ সালে ইস্ট অ্যান্টার্কটিকার রুশ ভোস্তক গবেষণা কেন্দ্রে তামপাত্রা ছিল ৮৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

যুক্তরাষ্ট্রের কলোরাডোস্থ ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডাটা সেন্টারের বিজ্ঞানী টেড ও বৈশ্বিক তাপমাত্রা পরিমাপ গবেষক দলের সদস্য টেপ স্ক্যামবোস বলেছেন, আমাদের সন্দেহ ছিল ভোস্টকের চেয়ে অ্যান্টার্কটিকের এ শৈলশিরা খুবই ঠাণ্ডা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।