ঢাকা: উত্তর মেরুর ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করছে কানাডা। এ নিয়ে দেশটি জাতিসংঘে যাওয়ারও পরিকল্পনা করছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বাইরড বলেছেন, সম্পদ সমৃদ্ধ আর্কটিকের ওপর নিজেদের সার্বভৌমত্বের দাবি জোরালো করতে পরিকল্পনা তৈরি করতে যাচ্ছে কানাডা ।
জন বাইরড জানান, দেশের কন্টিনেন্টাল শেলফের বর্হিসীমা (উত্তর) মেরু পর্যন্ত বিস্তৃত-এর পক্ষে জাতিসংঘে যুক্তিভিত্তিক প্রস্তাব তৈরি করতে বিজ্ঞানীদের কাজ করতে বলেছে সরকার।
গত সপ্তাহে আটলান্টিক মহাসাগরের তলদেশের নিজেদের অংশ বাড়ানোর আবেদন করেছে কানাডা। ওই আবেদনে আকর্টিক নিয়েও প্রাথমিক দাবি জানিয়েছে দেশটি। কিন্তু পূর্ণাঙ্গভাবে দাবি জানাতে কিছু আকর্টিক নিয়ে আরও গবেষণা ও মানচিত্র ঠিক করতে সময় লাগবে।
আর্কটিকে কানাডার অধিকারকে জনপ্রিয় অভ্যন্তরীণ ইস্যু বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার।
বাইরড বলেছেন, আমরা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ যে সব কানাডীয় প্রচুর সম্পদ থেকে উপকৃত হবে যা কানাডার অনেক উত্তরে পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দেশগুলো আকর্টিককে প্রাকৃতিক সম্পদের আধার এবং জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচনা করে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলেছেন, ওই অঞ্চলে বিশ্বের অনাবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসের ৩০ শতাংশ এবং ১৫ শতাংশ তেল রয়েছে।
নৌ সীমা বাড়ানোর আবেদন সংশ্লিষ্ট দেশকে জাতিসংঘের লিমিট অব দ্য কন্টিনেন্টাল শেলফ এ পেশা করতে হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, বর্তমানে কানাডা, ডেনমার্ক, নরওয়ে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূখণ্ড সীমার কাছাকাছি আকর্টিক সার্কেল। দেশগুলোর উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল নৌ সীমা হিসেবে স্বীকৃত।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩