ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় স্পেনের দুই সাংবাদিক অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩
সিরিয়ায় স্পেনের দুই সাংবাদিক অপহৃত

ঢাকা: সিরিয়ায় অবস্থানরত অবস্থায় স্পেনের দুই সাংবাদিককে অপহরণ করেছে আল-কায়েদা সংযুক্ত কট্টর ইসলামি সংগঠন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভ্যান্ট (আইসিস)।

অপহৃত দুই সাংবাদিক হলেন- স্পেনের এল মুন্দো পত্রিকার প্রতিবেদক হাভিয়ের এস্পিনোসা ও আলোকচিত্রী রিকার্ডো ভিলানোভা।

 

এল মুন্দো জানিয়েছে, অপহৃত ওই দুই সাংবাদিক সিরিয়ায় দুই সপ্তাহের মিশন শেষে স্পেনে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। পত্রিকাটি আরও জানিয়েছে, অপহৃতদের রাক্কা প্রদেশে তুরস্কের সীমান্তের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

পশ্চিমা সমর্থিত বিদ্রোহী দল ফ্রি সিরিয়ান আর্মির চার সদস্য ওই সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ওই চার সদস্যকেও অপহরণ করা হয়। অবশ্য পরে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর সাংবাদিকদের অপহরণ করা হলেও পত্রিকাটি এতদিন কিছু জানায়নি এর কারণ হিসেবে তারা বলেছে, তারা অপহরণকারীদের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ করেছিল। কিন্তু এখনও সংগঠনটি তাদের চাহিদার ব্যাপারে কিছু জানায়নি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।