ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরান থেকে গ্যাস আমদানি প্রকল্পে এগোচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩
ইরান থেকে গ্যাস আমদানি প্রকল্পে এগোচ্ছে পাকিস্তান

ঢাকা: প্রতিবেশী দেশ ইরান থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করবে পাকিস্তান। পাকিস্তান জানিয়েছে, এজন্য তারা পরিকল্পিত একটি পাইপলাইন নির্মাণের ব্যাপারে দ্রুত এগোচ্ছে।

অবশ্য এ প্রকল্পের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তান ও ইরানের তেল কর্মকর্তারা এ প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার ব্যাপারে একটি বৈঠক করেছেন।  
পাইপলাইনটি ইরানের গ্যাসক্ষেত্রকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করবে। ধারণা করা হচ্ছে, এ পাইপলাইন দিয়ে ২০১৪ সালের শেষের দিকে গ্যাস সরবরাহ শুরু হবে।

অবশ্য এ প্রকল্পের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র একটি বিকল্প পাইপলাইনের প্রস্তাব করেছে। তুর্কিমেনিস্তানের গ্যাসক্ষেত্র থেকে আফগানিস্তান, পাকিস্তান ও ভারত পর্যন্ত পাইপলাইনের প্রস্তাব করেছে তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, উভয় দেশই এ প্রকল্পের চ্যালেঞ্জ মোকাবিলা ও পারস্পরিক সহযোগিতার জন্য একটি রোডম্যাপ তৈরিতেও সম্মত হয়েছে।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীও দ্বিপাক্ষিক এ বৈঠকের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও দু’দেশই দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করার ব্যাপারে জোর দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।