ঢাকা: প্রতিবেশী দেশ ইরান থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করবে পাকিস্তান। পাকিস্তান জানিয়েছে, এজন্য তারা পরিকল্পিত একটি পাইপলাইন নির্মাণের ব্যাপারে দ্রুত এগোচ্ছে।
মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তান ও ইরানের তেল কর্মকর্তারা এ প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার ব্যাপারে একটি বৈঠক করেছেন।
পাইপলাইনটি ইরানের গ্যাসক্ষেত্রকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করবে। ধারণা করা হচ্ছে, এ পাইপলাইন দিয়ে ২০১৪ সালের শেষের দিকে গ্যাস সরবরাহ শুরু হবে।
অবশ্য এ প্রকল্পের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র একটি বিকল্প পাইপলাইনের প্রস্তাব করেছে। তুর্কিমেনিস্তানের গ্যাসক্ষেত্র থেকে আফগানিস্তান, পাকিস্তান ও ভারত পর্যন্ত পাইপলাইনের প্রস্তাব করেছে তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, উভয় দেশই এ প্রকল্পের চ্যালেঞ্জ মোকাবিলা ও পারস্পরিক সহযোগিতার জন্য একটি রোডম্যাপ তৈরিতেও সম্মত হয়েছে।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীও দ্বিপাক্ষিক এ বৈঠকের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও দু’দেশই দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করার ব্যাপারে জোর দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩