ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মমতার এবার লোকসভায় একক লড়াইয়ের ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩
মমতার এবার লোকসভায় একক লড়াইয়ের ঘোষণা

নয়াদিল্লি: লোকসভা ভোটে কখনও বিজেপি, কখনও আবার কংগ্রেসের হাত ধরেছেন। শুধু তাই নয়- দুইদলের শক্তিশালী মন্ত্রীও হয়েছেন তিনি।

তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার ঘোষণা- এবার আর কংগ্রেস বা বিজেপি কারও সঙ্গে নয় লোকসভা ভোটে একাই লড়বে তৃণমূল কংগ্রেস। সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে এমন কথাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সংসদে ভবন চত্বরে দাঁড়িয়ে তৃতীয় বিকল্পের পক্ষে জোরদার সওয়াল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জানিয়ে দিলেন লোকসভা ভোটে একাই লড়বে তৃণমূল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সংসদে যান মুখ্যমন্ত্রী।

সেখানে তিনি বলেন, তৃতীয় বিকল্পের সময় এসে গেছে। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতেই দিল্লি এসেছেন। চার রাজ্যে কংগ্রেসের পরাজয়ের জন্য মূল্যবৃদ্ধিকেই দায়ী করেন তিনি।

মানুষ কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছে বলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস বা বিজেপির সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

এদিকে মঙ্গলবার দিনের শুরুতেই ভেস্তে যায় লোকসভার অধিবেশন। এ দিন তেলঙ্গনা, টুজি স্পেকট্রাম-এ যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট নিয়ে সংসদে তুমুল হট্টগোল হয়।

সোমবারই অনাস্থা প্রস্তাবের হুমকি দিয়ে স্পিকার মীরা কুমারের কাছে নোটিশ দেন সীমান্ধ্রের ছয় কংগ্রেস সাংসদ। মঙ্গলবারও জগন্মোহন রেড্ডি-সহ সীমান্ধ্রের সংসদ সদস্যরা তেলঙ্গনা নিয়ে সংসদে ঝড় তোলেন। পাশাপাশি, বিজেডি, ডিএমকে, বিএসপি সংসদ সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। সারদা কেলেঙ্কারি নিয়ে বাম ও তৃণমূলও সরব হয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।