ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নর্থ ও সাউথ সুদানের সীমান্তে সংঘর্ষ: নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
নর্থ ও সাউথ সুদানের সীমান্তে সংঘর্ষ: নিহত ২৩

খার্তুম: উত্তর-দক্ষিণ সুদান সীমান্তের কাছে আদিবাসী এবং আরব বেদুঈদের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। বিরোধপূর্ণ অ্যাবিই অঞ্চলের নেতারা সোমবার এ তথ্য জানান।



সাউথ সুদানের স্বাধীনতার জন্য সপ্তাহব্যাপী গণভোটগ্রহণে দ্বিতীয় দিনে এই সংঘর্ষের ঘটনা ঘটল।

বিশ্লেষকরা বলছেন নর্থ ও সাউথ সুদানের মাঝামাঝি অঞ্চল অ্যাবিতে সহিংসতার ফলে ভোট গ্রহণের আগে এবং পরে আরও উত্তেজনা ছড়াতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার নর্থ এবং সাউথ সুদানের নেতাদের সতর্ক করে দিয়ে বলেন, ভোট চলাকালীন সময়ে তারা কোন প্রতিনিধি দল ব্যবহার করতে পারবে না।

এদিকে, অ্যাবির দিনকা নগোক আদিবাসী নেতারা অভিযোগ করছেন, খার্তুমের সশস্ত্র অঞ্চলের আরব মিশরীয় জঙ্গীরা শুক্রবার, শনিবার এবং রোববারের সংঘর্ষের সঙ্গে জড়িত। তারা আশঙ্কা করছেন, সামনের দিনগুলোতে আরও হামলা হতে পারে।

সাউথ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ আগোর বলেন, একজন উগান্ডার ও আরেকজন সেনাসদস্যকে একে-৪৭ এর ৭০০ রাউন্ড গুলিভর্তি বাক্সসহ রোববার রাতে জুবা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, নর্থ সুদানের দলত্যাগী যোদ্ধারা সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত।

অবশ্য নর্থ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র আল-সাউরামি খালেদ সোমবার এই সহিংসতার সঙ্গে তাদের জড়িত থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।