আগরতলা (ত্রিপুরা) : বাংলাদেশের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান না করায় কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গুল তুললেন ত্রিপুরার অর্থমন্ত্রী বাদল চৌধুরী। তিনি অভিযোগ করেন বাংলাদেশের সঙ্গে কিছু কিছু সীমান্ত সমস্যা জিইয়ে রেখে রাজনীতি করছে দেশের কেন্দ্রীয় সরকার।
বিলোনিয়াতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই অভিযোগ করেন বাদল চৌধুরী।
বাদল চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, মনমোহন সিং এবং শেখ হাসিনার মধ্যে দু’দেশের বহু বকেয়া সমস্যা নিয়ে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কোন উদ্যোগ নিচ্ছে না।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সমস্যা জিইয়ে রেখে রাজনীতি করছে। কিন্তু রাজনৈতিক নেতাদের অভিযোগ পাল্টা অভিযোগে সাধারণ মানুষের কোন লাভ হচ্ছে কি? সেটাই বড় প্রশ্ন। কারণ বহুদিন ধরে সীমান্ত সমস্যা নিয়ে ভুগছেন বিলোনিয়ার মানুষ।
বাদল চৌধুরী বলেন, ত্রিপুরা এবং বাংলাদেশের চোরাকারবারিরা চায় না কাটাতারের বেড়ার কাজ সম্পূর্ণ হোক। এই জন্য দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে কাজে লাগিয়ে তারা সীমান্ত বেড়ার কাজ বন্ধ করতে চাইছে। এ সময় তিনি বাংলাদেশের বাধায় বিলোনিয়াতে বেশ কিছু নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩