ঢাকা: বিশ্বের প্রথম দেশ হিসেবে উরুগুয়ে সরকার মারিজুয়ানার উৎপাদন, বিক্রি এবং ব্যবহারের বৈধতা দিয়েছে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে প্রায় ১২ ঘণ্টা বিতর্কের পর সিনেটররা এই ঐতিহাসিক বিল অনুমোদন করেন।
বিলে বলা হয়েছে, আঠারো বয়সের উপরে যেকোন নিবন্ধিত উরুগুয়ান নাগরিক একমাসে সর্বোচ্চ ৪০ গ্রাম এই মাদক কিনতে পারবে। আগামী এপ্রিল মাসের আগে কেউ এক্ষেত্রে বল প্রয়োগ করতে পারবে না।
সরকারের দাবি, এর মাধ্যমে অবৈধ মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করা যাবে। তবে সমালোচকরা বলছেন, এতে মানুষ আরও বেশি মাদকের প্রতি ঝুঁকে পড়বে।
এদিকে দেশটির বামপন্থী প্রেসিডেন্ট জোসে মুজাইকার এই বিলের সমর্থনে দেশটির কংগ্রেসের সামনে শত শত লোক জড়ো হয়।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৩